Wellcome to National Portal
স্থানীয় সরকার বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ নভেম্বর ২০২১

দায়িত্ব ও কর্তব্য

১. স্থানীয় সরকার: স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়গুলি।

২.  স্থানীয় সরকার ও গ্রাম প্রশাসন প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের অর্থায়ন, নিয়ন্ত্রণ ও পরিদর্শন

৩. স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট  (এনআইএলজি) এর প্রশাসন এবং  উপরোক্ত সংস্থার দ্বারা পরিচালিত সমস্ত প্রোগ্রাম পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধান।

৪. বি.এস.এস. (পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং) এর প্রশাসন

৫. সুপেয় পানি সংক্রান্ত  বিষয়।

৬. গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন।

 

৭. (ক) সময়মতো সরকার কর্তৃক বরাদ্দকৃত সেতু এবং কালভার্টসহ উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক ও গ্রামের সড়কসমূহের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা ।

(খ) উন্নয়ন কেন্দ্র এবং উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়ক দ্বারা সংযুক্ত অন্যান্য বাজারের উন্নয়ন এবং ব্যবস্থাপনা।

(গ) সরকার কর্তৃক নির্ধারিত সীমা পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র জল সম্পদ প্রকল্পগুলির উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা।]

 

৮. গ্রামীণ পুলিশ

৯. দাফন কার্যক্রম ও কবরস্থান, শবদাহ কার্যক্রম ও শ্মশান ঘাট।

১০. গবাদি পশুর পাউন্ড এবং প্রতিরোধ।

১১. ডাক বাংলো এবং স্থানীয় সংস্থাগুলির রেষ্ট হাউস।

১২. স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের অধীনে পাবলিক পার্ক ও বৃক্ষগুল্মাদি ।

১৩. আর্থিক বিষয়সহ সচিবালয় প্রশাসন

১৪. এই বিভাগের অধীন অফিস ও সংস্থার প্রশাসন ও নিয়ন্ত্রণ।

১৫. আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে যোগাযোগ এবং এই বিভাগে বরাদ্দকৃত বিষয় সম্পর্কিত দেশ ও বিশ্ব সংস্থাগুলির সাথে সংবিধান ও চুক্তি সম্পর্কিত বিষয়াদি।

১৬. এই বিভাগের সাথে সম্পৃক্ত বিষয়ের সমস্ত আইন।

১৭. এই বিভাগের সাথে সম্পৃক্ত যে কোনও বিষয়ের উপর অনুসন্ধান এবং পরিসংখ্যান।

১৮. আদালতে জারি করা ফী  ছাড়া এই বিভাগের সাথে সম্পৃক্ত যে কোনও বিষয়ের ক্ষেত্রে ফি।

 

[1] Amended Vide S.R.O. No. 221-law/2008-CD-4/5/2008, Dated 24.07.08.

[2] Amended Vide S.R.O. No. 141-Law/CD-4/2/2001⎯Rules Dated : 28th May, 2003.

[3] Amended Vide S.R.O. No. 125-Law/CD-4/2/2001⎯Rules (2nd part) Dated : 30th May, 2005.